About Course
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন,
এই কোর্স তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, দিন দিন ফাইভার, আপওয়ার্কে কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে সবার জন্য, এবং তিলে তিলে কষ্টে গড়া মার্কেটপ্লেস নিজেই অজান্তেই ডিজাবল হয়ে যাচ্ছে। তাই আমি নিয়ে আসছি মার্কেটপ্লেস একাউন্ট ছাড়াই কিভাবে বায়ার পাবেন, তার সব গোপন সিক্রেট এই কোর্সে শিখতে পারবেন । ৫০+ ভিডিও দেখার শেষেই আপনি যদি সিরিয়াসলি মার্কেটে নেমে যান, তাহলে ক্লায়েন্ট আপনি পাবেন, আপনি নিশ্চিন্তে থাকেন। ( তবে সেল করার মতন কোন না কোন একটা স্কিল আপনার থাকা চাই মাস্ট। যেমনঃ ডিজিটাল মার্ইকেটিং, গ্রাফিক্স ডিজাইন, এবং ইত্যাদি যে কোন স্কিল।)
আপনাকে আমি এইটা দেখাবো কোথায় আসলে ক্লায়েন্ট থাকে, কিভাবে তাদের লিড গুলো কালেক্ট করা লাগে, কেন তারা আপনাকে ট্রাস্ট করবে এবং ফাইনালি কিভাবে একটা কাজ হাতে পেয়ে সেটা ডেলিভারি দিতে হয়।
মার্কেটপ্লেসে কাজ করা অনেক প্যাঁরা, কখন যে আপনার কষ্টের প্রোফাইল তারা ডিজেবল করে দিবে তার ঠিক নাই কিংবা আপনার বেস্ট সেলিং গিগ কোন কারন ছাড়া ফাইভার ডাউন করে দিল। রেসপন্স টাইম, নেগেটিভ ফিডব্যাক, এই সব নিয়ে চিন্তা করতে করতে আপনার জীবন যদি অতিষ্ট হয়ে যায়। তবে আপনি চাইলে মারকেটপ্লসের বাইরে কাজ করে ভালো ইনকাম করতে পারেন। কিভাবে ক্লায়েন্ট পাবেন মার্কেটপ্লেসের বাহিরে, তা এই কোর্সে এ দেখানো হইছে।