subhan ansari

ল্যাপটপ নাকি ডেক্সটপ:

ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই ল্যাপটপ ভাল হবে । কারণ এটি পোর্টেবল, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন এবং ইলেকট্রিসিটি চলে গেলেও ব্যাটারী ব্যাকআপ পাবেন । তাছাড়া ল্যাপটপের সাথে মাইক্রোফোন, ওয়েব ক্যাম এবং ওয়াই ফাই ডিভাইস ইত্যাদি প্রয়োজনীয় সকল কম্পোনেন্ট লাগানো থাকে যেগুলো ডেক্সটপে থাকে না । যার ফলে সবদিকের বিবেচনায় ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপই বেষ্ট ।

কিন্তু যদি আপনার আগে থেকে ডেক্সটপ থেকে থাকে তাহলে ওইটা দিয়েই কাজ চালাতে পারবেন জাষ্ট ইলেকট্রিসিটি বেকাপ এর জন্য একটি ইউ.পি. এস কিনতে পারেন ।

কি রকম কনফিগারেশন লাগবে:

৪ জি.বি র‌্যাম, ২৫৬ জিবি হার্ডডিক্স, ১৪ ইঞ্চি মনিটর, Core i3 প্রসেসর । এতটুকু হলেই অনেক ভালভাবে ফ্রিল্যান্সিং করা যাবে । এটা হল মিনিমাম কনফিগারেশন  তবে এর চাইতে বেশী হলে কোন সমস্যা নাই ।

নতুন নাকি পুরাতন:

নতুন বা পুরাতন কোন ব্যাপার না । কাজ হলেই হবে । আমাদের বেশীরভাগ স্টূডেন্ট পুরাতন ল্যাপটপ দিয়েই শুরু করে এবং ২/৩ মাস পর ফ্রিল্যান্সিং এর ইনকাম দিয়েই নতুন ল্যাপটপ কেনে ।

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *